বেঙ্গল টাইমস প্রতিবেদন: রাজ্যসভায় কংগ্রেসের প্রার্থী কে? সরকারিভাবে কংগ্রেসের তরফে কোনও নাম ঘোষণা হয়নি। হাইকমান্ড করেনি। রাজ্য কংগ্রেসও করেনি। কিন্তু সেই নাম আগাম ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, সমর্থনের বার্তাও দিয়ে রাখলেন।
নজরুল মঞ্চের দলীয় সমাবেশ থেকেই তৃণমূলনেত্রী বলে দিলেন, কংগ্রেস যদি অভিষেক মনু সিংভিকে প্রার্থী করে, আমরা সমর্থন করব। অর্থাৎ, চার প্রার্থীকে জেতানোর পর অবশিষ্ট যে ভোটগুলি থাকবে, সেগুলি তিনি কংগ্রেসকে দিতে রাজি।
প্রসঙ্গত, কংগ্রেসের যা বিধায়ক–সংখ্যা, তাতে শুধু নিজেদের শক্তিতে কাউকে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়। হয় বামেদের, নইলে তৃণমূলের সমর্থন দরকার। সূত্রের দাবি, অভিষেক মনু সিংভির নাম নিয়ে আগেই আলোচনা হয়েছিল। তিনি তৃণমূল সাংসদদের কাছে সমর্থন চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছে তৃণমূল নেত্রীর কানে আনা হয়। তিনিও সমর্থনের সবুজ সংকেত দিয়েছিলেন।
অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে বেশ কিছু মামলা লড়েছিলেন। সেই সূত্রে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর সদ্ভাব আছে। তাঁকে সমর্থন করতে মমতারও দ্বিধা নেই। কংগ্রেসকে বার্তা দেওয়াও হল। আবার বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্বও তৈরি করা গেল। কিন্তু কং প্রার্থীর নামের ঘোষণা তৃণমূল নেত্রীর কাছ থেকে শুনতে হল কেন, তা নিয়ে কং মহলেও প্রশ্ন উঠছে।