বেঙ্গল টাইমস প্রতিবেদন:
সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক কে? এটা নিয়ে কোনও সংশয়ের জায়গা নেই। সম্মেলনের মাঝপথেই বলে দেওয়া যায়, পরবর্তী রাজ্য সম্পাদকের নাম সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি ত্রিপুরায় বামেদের হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। লেনিনের মূর্তি ভাঙাকে ঘিরেও মিডিয়ায় নানা শোরগোল। এসব কারণে শিরোনাম থেকে অনেকটাই হারিয়ে গেছে সিপিএমের রাজ্য সম্মেলন।
কমিটিতে কে থাকবেন, কে থাকবেন না, তা নিয়ে মৃদু চর্চা চলছে। তবে সূর্যবাবুই যে ফের রাজ্য সম্পাদক হচ্ছেন, এ নিয়ে জল্পনার কোনও অবকাশ নেই। অনেক বর্ষীয়াণ সদস্যকে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হবে। সেই তালিকায় আসতে পারেন শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ, নৃপেন চক্রবর্তী, দীপক সরকার, কান্তি গাঙ্গুলি, বাসুদেব আচারিয়া প্রমুখ। কাউকে কাউকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হতে পারে। সূত্রের দাবি, এবার বুদ্ধদেব ভট্টাচার্যও কোনওভাবেই রাজ্য কমিটিতে থাকতে চাইছেন না। বয়স ও শারীরিক কারণে তিনিও অব্যাহতি চান। তাঁকে বোঝানোর প্রক্রিয়া চলছে। কিন্তু তিনি এখনও অনঢ়।