রাজ্য কমিটি থেকে সরে দাঁড়াবেন বুদ্ধদেব

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
পলিটব্যুরোর মিটিংয়ে তিনি যান না। কেন্দ্রীয় কমিটির সভাতেও থাকেন না। দুই জায়গা থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। এবার রাজ্য কমিটি থেকেও সরে দাঁড়াতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

buddhadeb bhattacharya3
দলীয় সূত্রের খবর, অনেকদিন ধরেই তিনি সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন। এই রাজ্য সম্মেলনেই তা চূড়ান্ত সিলমোহর পাবে। গুরুতর অসুস্থ না থাকলে রোজ সকালে নিয়ম করে পার্টি অফিসে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। কোনও কোনওদিন বিকেলেও আসেন। প্রকাশ্য সভায় না থাকলেও দলের নীতি নির্ধারণে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। কিন্তু এবার কমিটি থেকে সরে দাঁড়াতে চাইছেন। বয়স্ক নেতাদের সরে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে নানা স্তরেই। সেই কারণে অনেকেই হয়ত বাদ পড়বেন। কেউ কেউ হয়ত ব্যতিক্রম থাকবেন। বুদ্ধবাবু কখনই সেই ব্যতিক্রমীদের তালিকায় থাকতে চাইছেন না। বাকিরা যখন সরে যাচ্ছেন, তখন তিনিও পদ আঁকড়ে থাকতে চান না।
দলের কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন, অন্তত এবার যেন তিনি কমিটিতে থেকে যান। কিন্তু কোনওভাবেই আর থাকতে রাজি নন। সেক্ষেত্রে তাঁকে হয়ত আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হতে পারে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.