সন্দীপ লায়েক
————————
রামধনুর কোন দোষ ছিল না
শুধু ছিল না ধর্মনিরপেক্ষতার দাবি
তাকে তুমি রাঙিয়ে তুললে স্বচ্ছন্দে।
কর্মহীনদের ছিল না কোন দোষ
ছিল বলতে স্বপ্নের রঙটুকু।
পরম যত্নে তাকেও তুমি গুলে ফেললে গভীর আঁধারে।
ক্যালেন্ডারের কোন দায় ছিল না রোজরোজ আবির উৎসবে,
তবু তুমি রঙ ছড়িয়ে দিলে বছরভর-
শৌচাগারে-পথে-ঘাটে, নন্দনে, মঞ্চের নজরুলে।
অর্গানিক রঙ তোমার না-পসন্দ,
তাই বাঁদুরে রঙ তুমি ছড়িয়ে দিলে সাইকেলের গায়, ক্লাবের উঠানে, মেয়েদের জন্মের টাকায়..
তুমি সুশাসক উপাধি পেতে চাইলে,
তাই উর্দির পকেটেও তুমি গুঁজে দিলে কদর্য রঙ,
ঠিক পূর্বপুরুষের মত -অবলীলায়, বরফ মাথায়।
তুমি শিল্পী হতে চাইলে
তাই রঙদিয়ে কিনে নিলে সবকিছু
তুলির আঁচড়ে লেখা হল প্রলাপ কবিতা।
তুমি চাইলে রঙ আজ বিক্রি হোক,
রাজ্য সড়ক থেকে পাড়ায় পাড়ায়।
রাত বাড়লে গেয়ে উঠুক হাজার কিশোর -এই তো জীবন!
তুমি চাইলে রাঙিয়ে যাক সরস্বতীর আঁচল,
খিল খিলিয়ে হাসুক নবি-ন।
তাই মানুষের ঘাম নয়, পাকারঙেই লেখাহল তোমার নিমেশিস।