ফিরে আসছেন রঞ্জিত মল্লিক

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
সিনেমার জন্যই পরিচিতি। কিন্তু এই ছবির জগৎ থেকেই অনেকটা দূরে সরে গিয়েছিলেন। আবার ফিরে আসছেন রঞ্জিত মল্লিক। তাঁর কামব্যাক ছবি— ‘‌হানিমুন’‌।
এই ছবিতে একজন রাগী বস–‌এর ভূমিকায় রঞ্জিত। অফিসের সবাই তাঁর ভয়ে কম্পমান। ছুটি দিতে চান না। তাঁর অফিসেই কাজ করে সোহম। যে বিয়ের এক বছর পেরিয়ে গেলেও হানিমুনে যেতে পারেনি। কারণ, ছুটি মেলেনি। অবশেষে শুনলেন, বস নিজে ছুটিতে। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইলেন। বেরিয়ে পড়লেন শুভশ্রীকে নিয়ে। কিন্তু সেখানেও বিভ্রাট। যেখানে বাঘের ভয়, সেখানেই যে সন্ধ্যে হয়।

ranjit mallik
সৌমিত্র–‌অপর্ণা আর উৎপল দত্তর সেই ‘‌ছুটির ফাঁদে’‌ ছবির কথা নিশ্চয় মনে পড়ছে। সেই ছবির সঙ্গে অনেকটাই মিল আছে। তবে রাগী বস হলেও ছবির পরতে পরতে হাসির ছোঁয়াও আছে। প্রতিবাদী চরিত্রের পাশাপাশি হাসির চরিত্রেও দিব্যি সাবলীল রঞ্জিত মল্লিক। মৌচাক থেকে রাগ অনুরাগ, গ্যাঁড়াকল এমন অনেক ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে কেরিয়ারজুড়ে। মাঝে ছোট্ট একটা বিরতি। তারপরই আবার স্বমহিমায় ফিরে আসা। নতুন ইনিংস কতটা সফল হয়, সময়ই বলবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *