বেঙ্গল টাইমস প্রতিবেদন:
আর সংশয় নেই। বাংলাতেই হবে সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বের খেলা। প্রাথমিক পর্বের বাধা আগেই কাটিয়ে উঠেছে বাংলা। মূলপর্বে আগেই পৌঁছে গিয়েছিল দশটি দল। এবার সেই দশটি দলের লড়াই।
বাংলা না ওড়িশা, কে দায়িত্ব পাবে, তা নিয়ে সংশয় ছিল। সবকিছু খতিয়ে দেখে বাংলাকেই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। আট বছর পর আয়োজনের দায়িত্ব পেল বাংলা। দশটি দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। হাওড়া ময়দান ও মোহনবাগান মাঠ নিয়ে কোনও সংশয় নেই। এই দুটি মাঠের পাশাপাশি কল্যাণীর কথাও ভাবা হচ্ছে। ফাইনাল হবে যুবভারতীতে।
ফেডারেশনের সূচি অনুযায়ী, মূলপর্বের খেলা শুরু হচ্ছে ১৯ মার্চ থেকে। সেদিন বাংলার সামনে মণিপুর। বাংলার পরের ম্যাচগুলি ২১, ২৫, ২৭ মার্চ। প্রতিপক্ষ মহারাষ্ট্র, চন্ডীগড়, কেরল। দুই গ্রুপের দুটি করে দল যাবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালই হবে ৩০ মার্চ। ফাইনাল ১ এপ্রিল।