ভাগ্যিস টিভি চ্যানেলের স্টল নেই!‌

অসীম মাহাতো

এবার বইমেলার সবথেকে স্বস্তির দিক কী?‌ অন্তত একটা ব্যাপারে গিল্ডকে ধন্যবাদ দিতেই হবে। এবার টিভি চ্যানেলের স্টল চোখে পড়ল না।
মনে পড়ছে গতবারের কথা। টিভি চ্যানেলগুলির অত্যাচারে যেন টেকা যাচ্ছিল না। এদিকে স্টার জলসা তো ওদিকে জি বাংলা। হরেকরকম চ্যানেল। সব সময় তাদের কিছু না কিছু কান্ড করে দেখাতে হবে। বাইরে সজোরে বাজছে মাইক। কান ঝালাপালা। কোনও স্টলে ঢুকবেন। আপনার কানের সামনে ওই টিভি চ্যানেলের মাইকের জোরালো উপস্থিতি। কারও সঙ্গে দাঁড়িয়ে দু–‌দন্ড কথা বলবেন, তার উপায় নেই। সারাক্ষণ ওদের মাইক বেজেই চলেছে। আর ভুলভাল সব প্রতিযোগিতা হয়েই চলেছে। এর মধ্যে সিরিয়ালের দু একজন ন্যাকা ন্যাকা কুশীলব হাজির। ব্যাস, তাকে নিয়ে হুড়োহুড়ি। সেলফি তোলা।

jalsa
কেউ সেলফি তুললে সে নিজে তুলছে। এতে অন্যের অসুবিধা হয় না। কিন্তু এরা জোরে জোরে যেভাবে মাইক বাজায়, তাতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। এমনকি গিল্ডের আলোচনাগুলো শোনা যায় না। সেখানে কী কী অনুষ্ঠান, জানতেও পারা যায় না। কিন্তু গিল্ডের বাবুরা বড় অঙ্কের স্টল ভাড়া পেতেন। তাই চুপচাপ থাকতেন।
যাক, এবার অন্তত তেমনটা ঘটছে না। মাইকের উৎপাত আছে। তবে আগের বছরের তুলনায় অনেকটা কম। তিন দিন বইমেলায় গেলাম। ওই টিভি চ্যানেলের স্টলগুলো চোখে পড়ল না। দু–‌চার জনকে জিজ্ঞাসা করলাম। তারাও নাকি দেখেনি। এটা সত্যিই ভাল একটা পদক্ষেপ।

web-banner-strip

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.