বেঙ্গল টাইমস প্রতিবেদন:
আই লিগের আশা ফের কিছুটা জাগিয়ে তুলল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান অ্যারোজকে হারানোর সুবাদে ফের উঠে এল তিন নম্বরে। লাল হলুদের পয়েন্ট ১৩ ম্যাচে ২৩।
পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে নেরোকা এফসি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। ২ নম্বরে রয়েছে মিনার্ভা পাঞ্জাব। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। একটি ম্যাচ তারা কম খেলেছে। অর্থাৎ, পরের ম্যাচে জিতলে পয়েন্ট হবে ২৯। শীর্ষে চলে আসার সুযোগ রয়েছে। ঠিক তেমনি মোহনবাগানের সামনেও ইস্টবেঙ্গলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। জিতলেই হবে ২৩। গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের থেকে তারাই ভাল জায়গায় আছে।
কোথায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল?
