বেঙ্গল টাইমস প্রতিবেদন:
বাংলা মিডিয়া জগতের পক্ষে আরও একটা দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল সান্ধ্য আজকাল। শেষ সংখ্যাটি বেরিয়েছে গতকাল, অর্থাৎ ৩১ জানুয়ারি। আজ, অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে আর বেরোবে না এই সন্ধ্য দৈনিকটি।
তিন দশক ধরে চলছিল এই জনপ্রিয় দৈনিকটি। বর্তমানে যেসব সান্ধ্য দৈনিক আছে, সেগুলির মধ্যে সান্ধ্য আজকালই বয়সের বিচারে সবথেকে পুরনো। শুরুতে বইমেলার কয়েকদিন বিশেষ সংখ্যা বের হত। এতটাই সাড়া পড়ে গেল, শেষমেষ দৈনিক প্রকাশিত হতে শুরু করল।
একদিকে তদন্তমূলক রিপোর্টিং, অন্যদিকে খেলার পাতায় ঝড়। সবমিলিয়ে দারুণ সাড়া ফেলেছিল। তার অনেক পরে বেরিয়েছিল বিকেলের প্রতিদিন, সত্যযুগ। একের পর এক এক্সক্লুসিভ কভারেজ। যা পরের দিন ফলো আপ করত অন্যান্য কাগজগুলি।
গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, বন্ধ হতে পারে। তারপরেও লড়াই চলছিল। চাহিদাও ক্রমশ কমে আসছিল। নতুন মালিকপক্ষ আর চালিয়ে নিয়ে যেতে আগ্রহী ছিলেন না। যার অনিবার্য পরিণতিতে বন্ধ হয়ে গেল তিন দশকের জনপ্রিয় পত্রিকা।
(মিডিয়া সমাচার। বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ। মিডিয়া জগতের নানা খবর থাকে এই বিভাগে। থাকে বিতর্ক, বিশ্লেষণও। সান্ধ্য আজকালকে ঘিরে আপনার কোনও পুরনো স্মৃতি থাকলে লিখতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com)