সোহম সেন
হায় রে! এমন দিনও দেখতে হল! দিয়োগো মারাদোনা নাকি আমেরিকায় ঢুকতে পারবেন না। তাঁকে ভিসা দেওয়া হবে না।
হঠাৎ তাঁর ওপর এমন নিষেধাজ্ঞা কেন জারি হল? তাঁর অপরাধ, তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টকে পুতুল বলেছিলেন। আমেরিকার প্রেডিসেন্টের সমালোচনা করলে আমেরিকায় ঢোকা যাবে না? এ কী আজগুবি নিয়ম?
বারাক ওবামাও তো ট্রাম্পের সমালোচনা করেছিলেন। তার মানে কি তাঁকে দেশ থেকে বের করে দেওয়া হবে? হিলারি ক্লিন্টন লড়েছিলেন ট্রাম্পের বিরুদ্ধে। এখনও তাঁর নানা সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁকেও কি নির্বাসনে পাঠানো হবে? ভাবতে অবাক লাগছে, মারাদোনার মতো কিংবদন্তি ফুটবলারকেও ভিসা দেওয়া হচ্ছে না! এটা জানার পরেও তেমন কোনও প্রতিবাদ হবে না। ফিফাও কোনও প্রতিবাদ করবে না। আমেরিকাকে কে আর চটাতে চায়!