মিশর বা সুইজারল্যান্ড নয়। আপাতত সৃজিত মুখার্জির ঠিকানা কলকাতা। আরও ছোট করে বললে, চৌরঙ্গী। মরুভূমি বা পাহাড়চূড়ায় অভিযান নয়। গন্তব্য সেই শাহজাহান হোটেল।
বেঙ্গল টাইমস প্রতিবেদন:
আবার তৈরি হচ্ছে চৌরঙ্গী। শঙ্করের জনপ্রিয় উপন্যাস নিয়ে আগেও সিনেমা হয়েছে। স্যাটা বোসের ভূমিকায় ছিলেন মহানায়ক উত্তম কুমার। ছিলেন সুপ্রিয়া দেবী, অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চ্যাটার্জি, বিশ্বজিৎ চ্যাটার্জিরা।
ছবিটি তৈরি হয়েছিল ১৯৬৮ তে। ঠিক পঞ্চাশ বছর পর আবার তাকে ফিরিয়ে আনা হচ্ছে বড় পর্দায়। পরিচালক থেকে অভিনেতা, সবই বদলে যাচ্ছে। এবার পরিচালক সৃজিত মুখার্জি। স্যাটা বোসের ভূমিকায় প্রসেনজিৎ। সঙ্গে আবির, যিশু। অঞ্জনা ভৌমিক যে ভূমিকায় ছিলেন, সেই ভূমিকায় দেখা যাবে জয়া এহসানকে।
হঠাৎ রিমেকের দিকে হাত বাড়াতে গেলেন কেন? পরিচালকের দাবি, এই উপন্যাসটা পড়েই প্রথম কলকাতাকে চিনতে শিখেছিলাম। শাহজাহান হোটেল আর কলকাতা— এই দুটো বিষয়ই আমাকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক করেছিলাম, এই উপন্যাস নিয়ে কোনও একদিন সিনেমা করব। নিজের প্রযোজনায় এটাই আমার প্রথম ছবি।
এবার আর শুটিংয়ের জন্য মিশর বা সুইজারল্যান্ডে ছুটতে হবে না। একেবারে কলকাতাতেই হবে শুটিং। ১৯৬৮–র কলকাতার পটভূমিকে ২০১৮ তে কীভাবে এনে ফেলেন, সেটাও বড় এক চ্যালেঞ্জ।
(সৃজিতের এই নতুন উদ্যোগ নিয়ে আপনিও আপনার মতামত জানাতে পারেন। ওপেন ফোরামে তা প্রকাশিত হবে। লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com)