খোলা চিঠি
আমাদের জীবন থেকে চিঠি লেখা যেন প্রায় হারিয়েই গেছে। যেহেতু চিঠি লেখা হয় না, তাই পাওয়াও হয় না।
ছিল এসএমএস। তাকে সরিয়ে জায়গা নিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। কিন্তু চিঠির সেই রোমাঞ্চ! যাঁরা চিঠি লিখতেন/লেখেন, তাঁরাই জানেন।
বেঙ্গল টাইমস উদ্যোগ নিয়েছে সেই হারানো চিঠি ফিরিয়ে আনার। রাজনীতি থেকে সাহিত্য, সিনেমা থেকে ভ্রমণ— অনেক বিষয়ই উঠে আসছে চিঠির মোড়কে। জনপ্রিয় বিভাগ— খোলা চিঠি। আসুন, সবাই মিলে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাই। আপনারাও চিঠি লিখুন, যাকে খুশি।
কোথাও বেড়াতে গেলেন। সেটাই হয়ে উঠতে পারে চিঠির বিষয়। ভাল সিনেমা বা নাটক দেখলেন, বা ভাল বই পড়লেন। সেই অনুভূতিকে চিঠির মোড়কে আনা যায় না? চেষ্টা করে দেখুন। এই গ্রুপে সেই লেখা পোস্ট করুন। নির্বাচিত কিছু লেখা তুলে আনা হবে বেঙ্গল টাইমসে।
অথবা সরাসরি বেঙ্গল টাইমসের ঠিকানাতেও পাঠিয়ে দিতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com

