বেঙ্গল টাইমস:‌ ফিরে দেখা

বেঙ্গল টাইমস হঠাৎ গজিয়ে ওঠা কোনও সংবাদসংস্থা নয়। গত তিন বছর ধরে মাথা উঁচু করে পথ চলছে। সাহিত্য, রাজনীতি, খেলা, সিনেমা, ভ্রমণ থেকে শুরু করে নানা আকর্ষণীয় বিভাগে ছড়িয়ে আছে দুরন্ত সব ফিচার।
নানা সময়ে নানা ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হয়েছে। পাশেও থেকেছে। এমন হাজার হাজার লেখা ছড়িয়ে আছে ওয়েবসাইটে। প্রিয় পাঠকরা ইচ্ছে হলেই পড়ে দেখতে পারেন। তবু কেউ কেউ অনুরোধ করছেন, পুরনো লেখাগুলি আবার যদি ফিরিয়ে আনা যেত!‌ নিদেনপক্ষে সোশাল সাইটে সেই পুরানো তারিখেই শেয়ার করা যেত!‌ তাহলে সেই সময়টাকেও একটু ফিরে পাওয়া হত। আবার নানা সময়ে বেঙ্গল টাইমসের অবস্থানটাও পরিষ্কার হত।

logo 4
নতুন বছরে মাঝে মাঝে ফিরে তাকানোই যায়। দিনে চার–‌পাঁচটি পুরনো লেখা শেয়ার করাই যায়। কোনও কোনও লেখা এখনও প্রাসঙ্গিক। আবার কোনওটা হয়ত এখন তেমন প্রাসঙ্গিক নয়। এখনকার চোখ দিয়ে দেখলে কিছুটা আবছাও মনে হতে পারে। আসলে, প্রতিদিন এত ঘটনা ঘটছে, বেশিক্ষণ রেশ থাকছে না। নিমেশে হারিয়ে যাচ্ছে। তাই একটু পিছিয়ে গেলেই সেই সময়টাকে খুঁজে পাওয়া যাবে।
সোশাল সাইটে রোজ চার–‌পাঁচটি পুরনো লেখা থাকবে। পড়ুন। ভাল লাগলে শেয়ার করুন। আর হ্যাঁ, নানা বিষয়ে আপনারাও লিখতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা:‌ bengaltimes.in@gmail.com‌‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *