স্বরাজ মিত্র
আপনি প্রথমে সিপিএম ছিলেন।
বুদ্ধদেববাবু ছিলেন আপনার দ্বিতীয় বাবা,
এমন ছেলে-ছেলে ভাব দেখাতেন,
সত্যি বলছি, আপনার প্রথম বাবার কোনো
হদিশ পেতাম না।
নন্দনের চাতালে বুদ্ধদেববাবুর পাশে
আপনাকে ছাতি ফুলিয়ে হাঁটতে দেখে
মনে হত
তিনটি কড়ি দিয়ে আপনি দুনিয়ার
মাথা কিনে নিয়েছেন।
তারপর কোথা থেকে কি হয়ে গেল–
একমাত্র ওপাড়ার শ্যামলাল জানে।
এখন আপনি তৃণমূল।
দিদিমনির চেয়ার টেয়ার হাত দিয়ে মুছে
খুব কম সময়ের মধ্যেই আপনি
রীতিমতো তিনুদাদাতে পরিণত হয়ে
গেলেন।
আজও আপনার তিনপয়সার মস্তানিটা রয়ে গেল।
সবই রসেবশে চলছিল আপনার।
হঠাৎ করে আপনাকে জাপানী তেল
আর হনুমান চালিসা নিয়ে পড়তে হল।
আপনার প্রগাঢ় কবিত্বে আপনি
অনেককিছুই দেখে ফেললেন।
যেটা দেখতে পেলেন না, সেটা হল,
গোটা একটা জাতিকে জ্ঞান দিতে গিয়ে
আপনি নিজের কলমে
জাপানী তেল লাগাতে ভুলে গেছেন।
লেখা আর কিছুতেই দাঁড়াচ্ছে না….