বৃষ্টি চৌধুরি
একেক বছরে তিনি একেকটা টার্গেট রাখেন। নতুন বছরে ঋতুপর্ণার লক্ষ্য কী? এই বছরটায় তিনি প্রচুর পড়তে চান। সেই সঙ্গে বেশ কিছু গল্প লিখে একটি বই প্রকাশ করতে চান।
হঠাৎ এমন ইচ্ছে হল কেন? যত দিন যাচ্ছে, অন্য ধারার ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন ঋতুপর্ণা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মার্কা ইমেজ থেকে বেরিয়ে এসেছেন আগেই। ঋতুপর্ণ ঘোষের দহন বা উৎসবে যেমন কাজ করেছেন। তেমনি তরুণ মজুমদারের আলো বা চাঁদের বাড়িও করেছেন। শিবপ্রসাদ–নন্দিতা জুটির ছবিতেও চুটিয়ে কাজ করেছেন। প্রসেনজিতের সঙ্গে ফের জুটি বেঁধে প্রাক্তন যেন অন্য এক মাত্রা এনেছে তাঁর অভিনয় জীবনে। সেই প্রসেনজিতের সঙ্গেই ফের জুটি বাঁধছেন কৌশিক গাঙ্গুলির ছবিতে। মুক্তির অপেক্ষায় তরুণ মজুমদারের ছবি ভালবাসার বাড়ি। সেই ছবিটিকে নিয়েও বেশ আশাবাদী এই অভিনেত্রী।
২০১৭ তে ইচ্ছে ছিল গাড়ি চালানো শিখবেন। শিখেছেন। নতুন বছরের লক্ষ্য, প্রচুর পড়াশোনা করবেন। আর যেমন তেমন ছবি নয়। বেছে বেছেই কাজ নিতে চান। মনে রাখার মতো কাজ করতে চান। তার জন্য আরও পড়াশোনাটা জরুরি। যাতে বাছার কাজটা আরও সহজ হয়। আর গল্প লেখা? আটখানা নাকি আগেই লেখা আছে। আর কয়েকটা লিখে ফেললেই একটা বই হয়ে যাবে। কী জানি, এই সব গল্প থেকেই হয়ত কোনও একদিন সিনেমা হয়ে যাবে।