অন্য কলকাতা

একটা কলকাতাকে আমরা চিনি। কিন্তু তার ভেতরে বাস করে আরও একটা কলকাতা। কবির ভাষায়, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা।সেই অন্য কলকাতাকে ঘিরে শুরু হচ্ছে বেঙ্গল টাইমসের নতুন বিভাগ। কলকাতার নানা অজানা দিক উঠে আসবে এই ফিচারে। পুরানো পাড়া, হারানো স্মৃতি, নস্টালজিয়া। শুধু শপিং মল, ফ্লাইওভার আর মাল্টিপ্লেক্স মানেই কলকাতা নয়। ডেকার্স লেন, বাবুঘাট, সদর স্ট্রীট, চিনে পাড়া, শোভাবাজার থেকে শুরু করে কবরস্থান, কফিহাউস, ইতিহাস জড়িয়ে থাকা বিভিন্ন দোকান।

kolkata60
এই কলকাতার কথা আপনিও লিখতে পারেন। প্রাথমিকভাবে এই ফিচার থাকবে সপ্তাহে তিনদিন। পরে পাঠকদের সাড়া পেলে প্রতিদিন একটি করে লেখাও ছাপা হতে পারে। শব্দ সংখ্যা ৩০০ থেকে ৫০০ । লেখা পাঠানোর ঠিকানাঃ
bengaltimes.in@gmail.com

Facebook
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *