সিরিয়াল না দেখে নাটক দেখা অভ্যেস করুন

জগবন্ধু চ্যাটার্জি

শুরুতেই বলে রাখি, রাজনীতিতে আমার আগ্রহ নেই। খেলাতেও নেই। আমি পড়ি মূলত ভ্রমণ ও সিনেমা সংক্রান্ত লেখা। একটি খবর জেনে খুব ভাল লাগল। এবার থেকে নাকি টিভিতেই বাংলা নাটক দেখা যাবে। আমার কাছে এটা সত্যিই দারুণ একটা খবর।
আমি নাটক ভালবাসি। কলকাতা গেলেই চেষ্টা করি অন্তত একটা নাটক দেখার। কিন্তু সবসময় সুযোগ হয় না। তাছাড়া ভাল নাটকের বিজ্ঞাপন কাগজে দেখি। কিন্তু অন্যান্য কাজ থাকায় যাওয়াও হয় না। তখন আক্ষেপ বেড়ে দ্বিগুন হয়ে যায়। সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিতে পারে ব্রাত্য বসুর নতুন এই উদ্যোগ। টিভিতে নাটক কতটা জনপ্রিয় হবে, জানি না। কতটা বাণিজ্যিক সাফল্য পাবে, তাও জানি না। কিন্তু উদ্যোগটি বেশ ভাল, এ নিয়ে কোনও সন্দেহ নেই।

drama2যাঁরা সবসময় সিরিয়ালে মগ্ন, সকাল–‌বিকেল যাঁরা শুধু সিরিয়াল দেখেন, তাঁরা কি আদৌ নাটক দেখবেন?‌ বলা মুশকিল। একবার সস্তা রুচির স্বাদ পেয়ে গেলে সেখান থেকে তাকে বের করে আনা কঠিন। তাদের আর নাটক ভাল নাও লাগতে পারে। তারা চ্যানেল চেঞ্জ করে জীবন মানে জি বাংলা বা স্টার জলসায় চলে যেতে পারেন। তবু বলব, নাটক দেখুন। যদি প্রথম কয়েকটা নাটক ভাল না লাগে, তাও দেখুন। এর গভীরতা অন্যরকম। দেখার পর মনে হবে, এতদিন দেখিনি কেন?‌ বেঙ্গল টাইমসের কাছেও অনুরোধ, এই শুভ উদ্যোগের আরও বেশি করে প্রচার করুন। কবে কী নাটক আছে, তা তুলে ধরুন। কিছু লোকের তো নজরে পড়বে। আর দশটা বাজারি কাগজ তুলে ধরবে না। কিন্তু আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে বলেই মনে করি। তাই আশা করব, এই শুভ উদ্যোগের পাশে আপনারা দাঁড়াবেন। আমার মতো অনেক সংস্কৃতিমনষ্ক মানুষ এতে সমৃদ্ধ হবেন।

fan

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.