বাম্বু নিতম্বে
পাগলা দাশু
সিঙ্গুরে আজ বিজয়মঞ্চ
পুঁতছি আমি বাঁশ
ডেকরেটর কর্মী আমি
ছেলে বি কম পাস।
মঞ্চ বাঁধি, মঞ্চ খুলি
বেতন আমার অল্প
ছেলে আমার চাকরি পেত
যদি হত শিল্প।
শিল্প গেল মামার বাড়ি
আন্দোলনের চোটে
বেকার ছেলে ফ্যা ফ্যা করে
বোতাম টেপে ভোটে।
আমি কেবল মঞ্চ বাঁধি
মঞ্চে ভাষণ জমবে
মঞ্চ বাঁধার বাম্বু ঢোকে
আমারই নিতম্বে।
বোঝেন তিনি অল্প
পাগলা দাশু
গোয়ালতোড়ে আছে দিদির
হাজার একর ভূমি
দিয়ে দেবেন গাড়ি শিল্প
গড়ো যদি তুমি।
শিল্প হবে, হোক না,
কিন্তু জাগছে মনে প্রশ্ন
হাজার একর লাগবে কেন
শিল্প গড়ার জন্য ?
বুদ্ধ যখন জমি দিল
হুগলি জেলার সিঙ্গুরে
কারা যেন বলেছিল
কাজ কী হাজার একরে ?
ছশো একর হলেই হবে
চারশো একর দিন বাদ
এসব নিয়ে কূটকচালে
প্রকল্পটাই বরবাদ।
ছশো একরে হয় না ভায়া
গাড়ি গড়ার শিল্প
দিদিমণি লেটে বোঝেন
কিম্বা বোঝেন অল্প।