বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ
বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব।
বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো?
কতকাল আগে লেখা জয় গোস্বামীর কবিতা। নিঃসন্দেহে মনের মধ্যে দাগ কাটা একটি কবিতা। কিন্তু কবিতাটিকে অন্য এক মাত্রা দিয়েছে একটি গান।
কবিতাটি যত না পাঠক পড়েছেন, তার থেকে ঢের বেশি লোক শুনেছেন লোপামুদ্রার গান।
সেই গানের কুড়ি বছর। সেই সঙ্গে লোপামুদ্রার সঙ্গীত জীবনের ২৫ বছর। একসঙ্গে দুটি স্মরণ করার জন্য বিশে, অনুষ্ঠান।
নয়ের দশকের গোড়া থেকেই এক আলাদা ঘরানা তৈরি করেন লোপামুদ্রা। রবীন্দ্র সঙ্গীত, আধুনিকের পাশাপাশি একেবারে ব্যতিক্রমী পথ বেছে নেন। বেশ কিছু স্মরণীয় ও জনপ্রিয় কবিতায় সুর বসানো হয়। কোথাও সমীর চট্টোপাধ্যায়, কোথাও জয় সরকার, কোথাও অন্যরা। লোপার কণ্ঠে সেই গানগুলি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠতে লাগল।
৬ আগস্ট রবীন্দ্র সদনে লোপামুদ্রার একক অনুষ্ঠান। আয়োজনে প্রথা। টিকিট পাওয়া যাচ্ছে মেলোডি, সিম্ফনি এসব জায়গায়। টিকিট পাবেন রবীন্দ্র সদনেও।