বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ রাস্তায় সবসময় ঘুরে বেড়াবে অ্যাম্বুলেন্স। আপনি ডাকলেই নিমেশে হাজির হয়ে যাবে। এমনই পরিষেবা নিয়ে আসছে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল।
রাস্তায় কোনও দুর্ঘটনা ঘটলে অনেকেই দায় এড়িয়ে যান। যিনি দুর্ঘটনার শিকার, তিনি যন্ত্রণায় ছটপট করতে থাকেন। পাশ দিয়ে পেরিয়ে চলে যান পথচারীরা। ভাবেন, হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক ঝামেলা। কে অ্যাম্বুলেন্স ডাকবে, ভাড়াই বা কে দেবে, নিয়ে যাওয়ার পর পুলিশি ঝামেলা তো আছেই। তাই ইচ্ছে থাকলেও এড়িয়ে যেতেন অনেকে।
কিন্তু এবার থেকে একটি বিশেষ নম্বরে ফোন করলেই হবে। নম্বরটি হল ৮০১৭৩ ১১১১১ । এই নম্বরে ফোন করুন। চলে আসবে অ্যাম্বুলেন্স। এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সগুলি দিয়েছেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। এছাড়াও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১১ টি গাড়ি, ২০ টি মোটর বাইক। তারাও সারাক্ষণ বিভিন্ন রাস্তায় থাকবে। কোনও দুর্ঘটনা দেখলেই খবর দেবে অ্যাম্বুলেন্সে।
এই পরিষেবা আপাতত চালু হল হাওড়ায়। এগিয়ে এল নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। যে পথ হাওড়া দেখাল, আগামীদিনে অন্য অনেক জেলা সেই পথেই হাঁটবে। এমনটাই আশা করছেন নারায়ণা হাসপাতাল কর্তৃপক্ষ।