বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ আপনি চেইন স্মোকার ? সিগারেট ছাড়া থাকতে পারেন না ? তাহলে আপনার দার্জিলিংয়ে না যাওয়াই ভাল। কারণ, আর দার্জিলিংয়ের রাস্তায় প্রকাশ্যে সিগারেট খেতে পারবেন না।
সিকিমে আগেই এই নিষেধাজ্ঞা চালু আছে। সেখানে সিগারেট খেলেই জরিমানা করা হয়। ভুটানে এই নিয়ম আরও কড়াকড়ি। এবার সেই নিয়ম চালু হচ্ছে দার্জিলিংয়েও। দার্জিলিং মানেই পর্যটকদের অনিবার্য ঠিকানা- ম্যাল। সেখানেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান অনেকে। সন্ধের দিকে রীতিমতো ভিড় জমে যায় ম্যালের আশেপাশে। সেখানে এবার থেকে থাকছে কড়া নজরদারি। সিগারেট খেতে দেখলেই চলে আসবে পুলিশ। প্রথমে জরিমানা। বেশি তর্কাতর্কি করলে জেলও হতে পারে।
বিভিন্ন জনপ্রিয় রাস্তাতেও থাকছে টহলদারি। সিগারেট খেতে দেখলেই বিপদ। তবে হোটেলে অবশ্য নিষেধাজ্ঞা থাকছে না। একান্তই ধূমপান করতে হলে হোটেলে করতে পারেন।