সুমিত চক্রবর্তী
আমি আপনার ফ্যান। এটা আমার পরিচিতরা সবাই জানে। এখন নয়, অনেকদিন আগে থেকেই। সৌরভের রাজ্যের মানুষ কিনা ধোনির ফ্যান ! এই নিয়ে বন্ধুদের কাছে কম টিপ্পনি শুনতে হয়নি। কেউ কেউ বেইমান, গদ্দার–এসবও বলেছে। তা বলুক গে। আমি আপনার ফ্যান।
আপনাকে কেন সবথেকে ভাল লাগে, জানেন? সবাই যখন উচ্ছাসে মাতোয়ারা, তখন আপনি কত শান্ত? ৪০ বলে ৮০ চাই? আপনি ব্যাট করছেন। কেন জানি না, মনে হয়, ঠিক হয়ে যাবে। হয়েও যায়। মাথা ঠান্ডা রেখে ছোট ছোট টার্গেটকে সামনে রেখে এগিয়ে যান। একসময় দেখা যায়, ভারত ঠিক জিতে গেল। ম্যাচ শেষ করে মাঠ থেকে ওঠা, এটা আপনার আগে ভারতীয় ক্রিকেটে কজন করে দেখিয়েছে? ব্যাটিং অর্ডারে চাইলেই একটু ওপরের দিকে উঠে আসতে পারচেন। আরও অনেক সেঞ্চুরি যোগ হত আপনার নামের পাশে। কিন্তু আপনি থেকেছেন পেছনের দিকে, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। হ্যাঁ, এটাকেই বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। জেতার পরেও কী নিষ্পৃহ থাকতে পারেন আপনি! যেন কিছুই হয়নি। যেন এটাই তো হওয়ার ছিল।
কখন সরে যেতে হয়, সেটাও আপনি দেখিয়ে দিয়েছেন। টেস্টে কাউকে না জানিয়ে হঠাৎ সরে গেলেন। একদিনের ক্রিকেটেও সবে প্রশ্ন উঠতে শুরু করেছে। তখনই আপনি নেতৃত্ব ছেড়ে দিলেন। ব্যাট হাতে এখনও কতটা সাবলীল, তা তো কটকেই দেখা গেল। কী দুরন্ত ইনিংস, কী দুরন্ত টাইমিং। এমন একটা ইনিংস ইডেনে দেখা যায় না? বছরের তৃতীয় রবিবার মাঠে যাব শুধু আপনার জন্যই। জানি না, আবার ইডেনে কখন ওয়ান ডে হবে। জানি না, আর আপনাকে দেশের জার্সি গায়ে ব্যাট করতে দেখব কিনা। ধরে নিলাম, দেশের হয়ে এটাই ইডেনে আপনার শেষ ম্যাচ। শেষ ম্যাচে জ্বলে উঠুন। দেখুন, কথা দিলাম, আপনাকে বরণ করে নিতে সৌরভের শহর কোনও কুন্ঠা দেখাবে না।