বেঙ্গল টাইমস প্রতিবেদন: এবার চাইলে ট্রেনেও পছন্দমতো আসন বেছে নিতে পারেন। জানালার ধারে কটি সিট খালি আছে, আপনি কোনটায় বসতে চান, একসঙ্গে তিন–চারজন থাকলে বসার বিন্যাস কেমন চাইছেন, সবই আপনার হাতে। এমনকী স্লিপার, এসি থ্রি, এসি টু–এর ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। দ্রুত এই পরিষেবা আনছে ভারতীয় রেল।
বিমানে পছন্দমতো আসন নেওয়ার সুযোগ আছে। বাসেও ইচ্ছেমতো সিট বুক করার সুযোগ আছে। কিন্তু ট্রেনে এতদিন এই পরিষেবা ছিল না। পছন্দ জানানোর একটা সুযোগ ছিল। ধরা যাক, আপনি দিলেন উইন্ডো, কিন্তু সেটা কোনখানে, সেটায় আপনার পছন্দ–অপছন্দের ব্যাপার ছিল না। বা স্লিপারের ক্ষেত্রে লোয়ার, আপার, মিডল, সাইড লোয়ার এসব পছন্দ জানানোর সুযোগ ছিল। কিন্তু সেগুলি যে পাবেনই, তার নিশ্চয়তা ছিল না। এবার কোন কোচে টিকিট চান, কোন জায়গায় টিকিট চান, সবই আপনার পছন্দের ওপর নির্ভর করছে।
তবে বিমানে জানালার পাশে আসন চাইলে অতিরিক্ত চার্জ দিতে হয়। ট্রেনেও তেমনি অতিরিক্ত চার্জ লাগবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।