হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ জামিন হয়েছিল শনিবার বিকেলে। বরিবার দুপুরের আগেই বাড়ি পৌঁছে গেলেন মদন মিত্র।
শনিবার রাতেই তাঁর জামিনের কাগজ পৌঁছে যায় হাসপাতালে। ৩২৪ দিন পর ছাড়া পেলেন পরিবহনমন্ত্রী। যদিও এই সময়ের অধিকাংশটাই কেটেছে এস এস কে এম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।

madan mitra
শোনা গিয়েছিল, জামিন হলেও এখনই বাড়ি ফিরতে রাজি নন মন্ত্রী। আরও দু তিন দিন থেকে, বিভিন্ন চেক আপ করিয়ে তারপর বাড়ি ফিরবেন। কিন্তু রবিবার সকালেই তিনি বলেন বাড়ি যাব। সেই মতো বেলাতেই তাঁকে ছাড়ার ব্যবস্থা হয়।
দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি ভবানীপুরের বাড়িতে পৌঁছে যান। সকাল থেকেই অনেকে আসেন এস এস কে এমে। অনেকে ভিড় করেছিলেন মদন মিত্রর ভবানীপুরের বাড়ির সামনে। বাড়িতে ঢোকার মুখে মদনের প্রতিক্রিয়া, সত্যের জয়, মানুষের জয়, ধর্মের জয় হল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *