বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ গ্রাম পঞ্চায়েতে জয় এসেছিল সকালেই। সেই প্রবণতাই বজায় রইল পঞ্চায়েত সমিতিতেও। বরং এখানে বামেদের দাপট যেন আরও কিছুটা বেশি।
মোট চারটি ব্লকে ভোট ছিল। তার মধ্যে খড়িবাড়ি ও মাটিগাড়ায় বোর্ডগঠন নিশ্চিত বামেদের। ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতে ত্রিশঙ্কু। তবে বাম আর কংগ্রেস বোঝাপড়া হলে এই দুই ব্লক ভাগাভাগি হতেই পারে।
মাটিগাড়া পঞ্চায়েত সমিতিতে মোট আসন ছিল ১৫ টি। বাম ৯, তৃণমূল ৬।
খড়িবাড়িতে মোট আসন ১২। বাম ৭, তৃণমূল ৪, নির্দল ১।
নকশালবাড়িতে সমানে সমানে লড়াই বাম ও তৃণমূলের। এখানে মোট আসন ১৮। বাম ৮, তৃণমূল ৮। কংগ্রেস ১, নির্দল ১। অর্থাৎ, এখানে কংগ্রেস আর নির্দল সদস্য নির্ণায়ক ভূমিকা নিতে পারেন।
ফাঁসিদেওয়ার ছবিটাও কিছুটা অস্পষ্ট। মোট আসন ২১। সিপিএম ৭, তৃণমূল ৮, কংগ্রেস ৫, বিজেপি ১। তৃণমূল বৃহত্তম দল হলেও বাম আর কংগ্রেস হাত মেলালে সেক্ষেত্রে তৃণমূলকে বিরোধী বেঞ্চেই বসতে হবে। রাজনৈতিক মহলের খবর, এখানে বামেরা বোর্ড গঠনে লড়াইয়ের জায়গায় না গিয়ে কংগ্রেসকে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরে কংগ্রেসের সমর্থন অনেকটা নিশ্চিত হতে পারে।

