প্রদীপের তলাতেই কিছু অন্ধকার থেকে যায়। মিডিয়া এতকিছু নিয়ে সোচ্চার হয়, অথচ মিডিয়ার ভেতরের কথাই আড়ালে থেকে যায়। মিডিয়ার ভেতর কী হচ্ছে, অনেকে জানতেই পারেন না। অনেক কাগজে ভাল ভাল কিছু প্রতিবেদন বা বিশেষ রচনা মানুষের অজানাই থেকে যায়। এসব বিষয়ের কথা উঠে আসবে মিডিয়া সমাচার বিভাগে ।
এতে সমালোচনার দিক যেমন থাকবে, ইতিবাচক দিকটাকেও তুলে ধরা হবে। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মিডিয়ার অবস্থান নিয়েও লেখা থাকবে। মিডিয়ার সঙ্গে জড়িত মানুষদের কথাও থাকবে। আমাদের দিক থেকে কিছু প্রতিবেদন যেমন থাকবে, তেমনি চাইলে আপনারাও এই বিষয়ে খোলা মনে নিজেদের মতামত জানাতে পারেন। আপাতত কয়েকদিন এই বিভাগে চোখ রাখুন। অনেক অজানা দিক আপনাদের সামনে তুলে ধরা হবে।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন মিডিয়া সমাচার থাকবে। ধরা যাক, সেটা মঙ্গল, বৃহস্পতি, শনি। বিভাগটি জনপ্রিয় হলে ও পাঠকদের ভাল লাগলে রোজ একটি করে মিডিয়া সংক্রান্ত পোস্ট দেওয়া যেতেই পারে।