প্রসূন মিত্র
দেওয়ালের লিখনটা ঠিকঠাক পড়তে পেরেছেন। তাই আর সংঘাতের রাস্তায় নয়, বরং ছেলেকে ফিরিয়ে নেওয়াই শ্রেষ্ঠ মনে করলেন মুলায়ম সিং যাদব। চ্যানেল থেকে কাগজের শিরোনাম, পিছু হটলেন মুলায়ম। কেউ বলছেন, রণে ভঙ্গ দিলেন মুলায়ম। কিন্তু এর ইতিবাচক দিকটা কেউ দেখছেন না।
আমরা অনেক সময় ভুল করি। সেই ভুলকে আঁকড়ে ধরি। গোঁয়ার্তুমি ছাড়তে চাই না। ফলে, আরও ভরাডুবি হয়। মুলায়ম অন্তত সেই গোঁয়ার্তুমির রাস্তায় হাঁটলেন না। বাস্তবকে মেনে নিলেন। ছেলের দিকে দলের সংখ্যাগরিষ্ঠ, এই সহজ সত্যিটা মেনে নিলেন। কজন পারেন ? কজন পারতেন ?
আড়ালে রয়ে গেছেন আরও একজন। লালুপ্রসাদ যাদব। পিতা–পুত্রের লড়াইয়ে সবাই যখন মজা দেখছেন, তখন হাত গুটিয়ে বসে না থেকে তিনি উদ্যোগ নিলেন সেই দূরত্ব কমানোর। কেউ কেউ ছেলেকে উস্কে দিতে চাইলেন। কিন্তু লালু বাবাকে বোঝালেন, ছেলেকে ফিরিয়ে নিন। মুলায়ম রাজি হলেন। ছেলেকে ফিরিয়ে নিলেন। অখিলেশও বোঝালেন, তিনি যথেষ্ট পরিণত। একটিবারও বাবাকে আক্রমণ করলেন না। সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে জিতে সেই জয় বাবাকে উপহার দেব। এখনও উনিই আমার নেতা। ঝামেলা, ভুল বোঝাবুঝি সব পরিবারেই হয়। কিন্তু সুন্দরভাবে সেটা মিটিয়ে নিতে কজন পারেন ? তাই মুলায়মকে ‘পিছু হঠলেন’, ‘বাধ্য হলেন’ বলার আগে অন্তত দুবার ভাবুন। ভুল তো অনেকেই করেন। সেটা শুধরে নিতে কজন পারেন?