বেঙ্গল টাইমস প্রতিবেদন: ম্যাড়মেড়ে প্রথম দিনে বলার মতো একটাই মাইলস্টোন। পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন স্টিভ স্মিথ। ৫৩ টেস্টে পৌঁছে গেলেন এই মাইলস্টোন। এই ব্যাপারে ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকারের পরেই থেকে গেল তাঁর নাম। ব্র্যাডম্যান ৫ হাজার রান করেছিলেন ৩৬ টেস্টে, আর গাভাসকার এই পাঁচ হাজার ক্লাবে এসেছিলেন ৫২ টেস্টে। ঠিক এক টেস্ট বেশি খেলে স্মিথ এসে গেলেন পাঁচ হাজারে।
রাঁচি টেস্টের প্রথম দিনে ১১৭ রানে অপরাজিত অস্ট্রেলীয় অধিনায়ক। দিনের শেষে তাঁদের রান ৪ উইকেটে ২৯৯। শুরুতে ১৯ রানে ফিরে যান ওয়ার্নার। রেনশা (৪৪), শন মার্শ (২) বিশেষ সুবিধা করতে পারলেন না। ১৯ রানে ফিরলেন হ্যান্ডস্কম্ব। ১৪০ রানে হারাতে হয় ৪ উইকেট। উমেশ ২টি, অশ্বিন ও জাদেজা নিলেন একটি করে উইকেট। বাকি সময়টায় আর কোনও উইকেট পড়ল না। স্মিথের শতরান তো আগেই এসে গিয়েছে। শতরানের দোরগোড়ায় (৮৯) দাঁড়িয়ে আছেন ম্যাক্সওয়েল। প্রথম দিনটা আপাতভাবে ম্যাড়মেড়ে। উইকেটে এখনও সেভাবে স্পিন ধরছে না। দেখা যাক, দ্বিতীয় দিন কী চমক অপেক্ষা করে আছে।