বেঙ্গল টাইমস।
দীপাবলি সংখ্যা।
প্রকাশিত হল বেঙ্গল টাইমসের দীপাবলি সংখ্যা। আকর্ষণীয় কভার স্টোরি ছাড়াও সাহিত্য, সিনেমা, খেলা, ভ্রমণ বিষয়ক নানা আকর্ষণীয় লেখা। ৭৫ পাতার ই-ম্যাগাজিন, পিডিএফ ফাইলে আপলোড করা হল। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারেন।
বেঙ্গল টাইমসের ডানদিকের লিঙ্কে ক্লিক করতে পারেন। এই প্রতিবদনের সঙ্গে যে কভার পেজের ছবিটি আছে, সেখানে ক্লিক করলেও ম্যাগাজিন খুলে যাবে। ইচ্ছেমতো পড়ুন। ভাল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন।