পেরিয়ে যাচ্ছে আরও একটা বছর। সবমিলিয়ে বছরটা কেমন গেল? রাজনীতি থেকে সাহিত্য, খেলা থেকে সিনেমা– এমন নানা বিষয়কে ছুঁয়ে দেখা। আপনিও এই আলোচনায় সামিল হতে পারেন। বেঙ্গল টাইমসে আপনার মননশীল লেখা পাঠাতে পারেন।
১) ফেলে আসা বছরের সেরা সিনেমা
২) রাজনীতির দুনিয়ায় সবথেকে নজরকাড়া ঘটনা
৩) আপনার বিচারে সেরা চরিত্র
৪) যে ঘটনা না ঘটলেই ভাল হত
৫) আপনার পড়া সেরা উপন্যাস, সেরা বই
৬) এই বছরের সেরা আবিস্কার (ব্যক্তিত্ব)
৭) বাংলা ও জাতীয় ক্ষেত্রে বছরের সেরা বর্ণময় চরিত্র
যে কোনও একটি নির্দিষ্ট বিষয়ে আপনার লেখা পাঠান। লেখা হোক ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে। লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com