এবারের ভোট ঠিক কেমন? পঞ্চায়েতের মতো ভয়াবহ অবশ্যই নয়। একদিকে মানুষের ভোট দেওয়ার তীব্র আকাঙ্খা, অন্যদিকে ভোট দিতে না দেওয়ার চেষ্টাও টিভিতে প্রকাশ্যেই দেখা গেছে। যাঁরা ভোটের ডিউটি করলেন, তাঁরা বোধ হয় আরও একটু কাছ থেকে দেখলেন।
কোন কোন এলাকায় ভোটের আসল ছবিটা ঠিক কেমন? তাঁদের চোখেই একটু দেখা। চালু হচ্ছে নতুন ফিচার— ভোটকর্মীর ডায়েরি। আগামী কয়েকদিন এই সংক্রান্ত বেশ কিছু লেখা প্রকাশিত হবে। শব্দসংখ্যা ৩০০ থেকে ৫০০।
যাঁরা ভোটের ডিউটিতে গিয়েছিলেন, মূলত তাঁরাই লিখবেন। কিছু লেখা আমন্ত্রিত। বাকিরাও ই–মেলে লিখে জানাতে পারেন তাঁদের মূল্যবান অভিজ্ঞতা। মূলস্রোত কাগজের অনেক বাধ্যবাধকতা থাকে। ইচ্ছে থাকলেও আসল ছবিটা তাঁরা অনেক সময় তুলে ধরতে পারে না। কিন্তু আমাদের টিঁকি কোথাও বাঁধা নেই। আমরা অন্তত তাঁদের তুলনায় অনেক বেশি স্বাধীন। তাই স্বাধীন মতামত তুলে ধরতে কোনও দ্বিধা নেই।
শুধু সিরিয়াস কথা থাকতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। নানা মজার মুহূর্ত, সতীর্থদের কথাও তুলে ধরতে পারেন। আপনারাও লিখুন আপনাদের অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতা নথিবদ্ধ থাকুক বেঙ্গল টাইমসে।
স্বনামে প্রকাশে যদি আপত্তি থাকে, সেক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। এমনকী কোথায় ডিউটি পড়েছিল, সেটাও যদি স্পষ্ট করে লিখতে অনীহা থাকে, গোপন রাখতে পারেন।
লেখা পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
bengaltimes.in@gmail.com