একদিকে নতুন ফেলুদার অপেক্ষায় শহর। অন্যদিকে সন্দীপ রায় এখনও ভেবে পাচ্ছেন না, পরের ফেলুদা কে। আবার সব্যসাচী চক্রবর্তীকে ফিরিয়ে আনায় নানা মহলে কিছু সমালোচনা হজম করতে হয়েছে সত্যজিৎ পুত্রকে। স্বাদবদল করতে এনেছিলেন আবির চ্যাটার্জিকে। কিন্তু তিনি আবার একইসঙ্গে ব্যোমকেশ। তাই তাঁকে বাদ দিতে হয়েছে।
আর কোনওভাবেই আবিরকে নিতে রাজি নন সন্দীপ। তাঁর কথায়, বেনু বলতে লোকে এখনও ফেলুদাই বোঝে। কিন্তু আবিরের তো অন্যরকম আইডেন্টিটি। তাই মানুষের পক্ষে রিলেট করা মুশকিল হবে। নানা রকম নাম ভেসে উঠেছে নানা সময়ে। শোনা যায়, সৌরভ গাঙ্গুলিকেও নাকি ফেলুদা হওয়ার প্রস্তাব দিতে গিয়েছিলেন সন্দীপ রায়। কিন্তু সৌরভ সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছেন। নাটকের মঞ্চ থেকে অনির্বাণ ভট্টাচার্যকে তুলে আনার কথা শোনা গিয়েছিল। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি সন্দীপ।
আপাতত ডাবল ফেলুদাতে তাঁর বাজি সব্যসাচী। পরিচালকের কথায়, দর্শক কীভাবে বেনুকে গ্রহণ করে সেটা আগে দেখে নিতে চাই।