গানের ওপারে থেকে যাবেন বনশ্রী সেনগুপ্ত

বৃষ্টি চৌধুরি

আর কখনও মঞ্চে গান গাইতে দেখা যাবে না বনশ্রী সেনগুপ্তকে। তিনি চলে গেলেন গানের সীমানার ওপারে। মঞ্চে নাই বা গাইলেন। তাই বলে কি গান হারিয়ে যাবে?‌ আমরা কি হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনি না?‌ আমরা কি মান্না দের গান শুনি না?‌ তেমন করেই না হয় শুনব বনশ্রীর গান।

banasri senguptaইমেল, ফেসবুক জমানায় হাতে লেখা চিঠি প্রায় উঠেই গেছে। তবু রঙ্গিন খামে যত্নে লেখা নাম কি দেখতে ইচ্ছে করে না?‌ ইচ্ছে করে না, কেউ একজন চিঠি লিখুক। চিঠি বলতেই নস্টালজিক বাঙালি গেয়ে ওঠে, ‘‌আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম/‌রঙিন খামে যত্নে লেখা আমার নাম।’‌ আরও অনেক গানই গেয়েছেন। তবু এই গানটি যেন অমরত্ব পেয়ে গিয়েছে।

অনেকদিন ধরেই ভর্তি ছিলেন এস এস কে এমে। গত কয়েক বছর কেমন ছিলেন, তার কতটুকু খোঁজই বা আমরা রেখেছি?‌ নিঃশব্দেই বিদায় নিলেন আরও এক শিল্পী। এখন ইউটিউব আর ডাউনলোডের যুগে তো চাইলেই যে কোনও শিল্পীর গান শোনা যায়। আসুন না, আগামী কয়েকটা দিন আমরা বনশ্রীর গানগুলো একটু শুনি। জিও–‌র ফ্রি সিম পেয়ে কত আবোল তাবোল জিনিস তো দেখছি, আগামী কয়েকটা দিন না হয় খুঁজে বেড়াই বনশ্রী সেনগুপ্তকে। খুঁজে বেড়াই বিকেলের ডাকে আসা চিঠিকে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *