এই বিভাগটি পাঠকদের মুক্তমঞ্চ। যে কোনও বিষয়ের উপর আপনি আপনার ভাবনা মেলে ধরতে পারেন।
রাজনীতি, খেলা, সিনেমা, নাটক, সাহিত্য, স্থানীয় সমস্যা- যে কোনও বিষয়েই লিখতে পারেন। আগের কোনও লেখার পাল্টা যুক্তিও তুলে ধরতে পারেন।
এখান থেকে নির্বাচিত কিছু লেখা বেঙ্গল টাইমসের সংশ্লিষ্ট বিভাগেও ছাপা হতে পারে।
লেখা পাঠান অভ্র বা ইউনিকোডে। শব্দ ৩০০ থেকে ৫০০।
লেখা পাঠানোর ঠিকানা
Bengaltimes.in@gmail.com

