ইডেনের নাম বদল হচ্ছে না

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ এখনই ইডেনের নাম বদল হচ্ছে না। এই নাম বদলে হাইকোর্টের সায় নেই, তা কিছুটা স্পষ্ট হয়ে গেল।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইডেনের নামের আগে বা পরে কোনও কোম্পানির নাম বসতে পারে। তেমনটাই চাইছিলেন সৌরভ গাঙ্গুলি। এই নিয়ে সিএবি-তে নানা বিতর্ক দেখা দেয়।

eden gardens

হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থের মামলা করেন একজন। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। জয়মাল্য বাগচি বলেন, ইডেনের নামের সঙ্গে বাঙালির আবেগ ও ক্রিকেটের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। তাই তার নাম বদল হওয়া উচিত নয়।
এই ব্যাপারে সিএবি-র বক্তব্য কী, তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হল। সৌরভ গাঙ্গুলি বলেন, আদালত যা চাইবে, তাই হবে। আমরা আদালতের নির্দেশ মেনেই চলব।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *