এবার পঞ্চায়েত সমিতিও হাতছাড়া তৃণমূলের

বেঙ্গল টাইমস প্রতিবেদন: পুরসভা হাতছাড়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। বেশ কয়েকজন বিধায়কও দল ছেড়েছেন। এবার পঞ্চায়েত সমিতিও হাতছাড়া হল তৃণমূলের। কোচবিহার ১ নম্বর ব্লকের অর্ধেকের বেশি সদস্য যোগ দিলেন বিজেপিতে। এমনকী দলবদলের তালিকায় রয়েছেন সভাপতিও। ফলে, বোর্ড কার্যত বিজেপির দখলে।

vote

এর আগে পঞ্চায়েত স্তরে বড় ভাঙন দেখা গিয়েছিল দক্ষিণ দিনাজপুরে। একেবারে জেলা পরিষদই হাতছাড়া হয়েছিল। দশজন সদস্য দিল্লিতে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু তাঁদের মধ্যে চারজন আবার তৃণমূলে ফিরে আসেন। ফলে, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। যদিও সভাধিপতি এখনও ফেরেননি। আবার রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী, আড়াই বছরের আগে অনাস্থা আনাও যাবে না। ফলে, অচলাবস্থা তৈরি হয়েছে জেলা পরিষদকে ঘিরে।

একজন বিধায়কের দলত্যাগের থেকেও অনেক বড় ঘটনা পঞ্চায়েত সমিতির হাতবদল। কোচবিহার ১ নম্বর  পঞ্চায়েত সমিতিতে ৪৫ টি আসন। কয়েকজন আগে থেকেই দলত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি নেতৃত্ব চাইছিলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি আসেন, তবেই দলে যোগ দেওয়ানো হবে। এবার ২৩ জন এসে গেলেন। তবে, এই যোগদান দিল্লি বা কলকাতায় নয়। হল কোচবিহারেই। পতাকা তুলে দিলেন জেলা সভাপতি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.