চিঠি লিখেই চলেছেন আরাবুল

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ দল তাঁকে বহিষ্কার করেছে। কিন্তু বহিষ্কারের চিঠি এখনও পাননি আরাবুল ইসলাম। চিঠি পান বা নাই পান, তিনি কিন্তু চিঠি লিখেই চলেছেন।
ভাঙড়ের বিতর্কিত এই নেতাকে ঘিরে বারেবারেই অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে।

এমনই অবস্থা হয়, যে তাঁকে বহিষ্কার করা হয়। কিন্তু পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে তাঁকে রেখে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, সরকারিভাবে দলে না থাকলেও দলের সভায় লোক জোগাড় করতে এখনও বড় ভরসা সেই আরাবুল।

arabul chobi

তাই তাঁর প্রতি দলের একটা অংশের দুর্বলতা আছে। তাঁদেরই কেউ কেউ আরাবুলকে পরামর্শ দিয়ে আসছিলেন, দলে ফিরতে চেয়ে দলনেত্রীকে চিটি লেখো। আরাবুল সেটাই করে চলেছেন। এই নিয়ে ছ’বার তিনি চিঠি লিখেছেন। কিন্তু কোনও সদুত্তর না পেয়ে হতাশ ভাঙড়ের এই ‘তাজা ছেলে’।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *