বেঙ্গল টাইমস প্রতিবেদন: এই রাজ্য থেকে রাজ্যসভায় যেতে পারেন জয়া বচ্চন। আপাতত তিনি উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য। সমাজবাদী পার্টির প্রতীকে। কিন্তু বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। এখন সমাজবাদী পার্টির যা বিধায়ক–সংখ্যা, তাতে তারা একজনের বেশি রাজ্যসভায় পাঠাতে পারবে না। উত্তরপ্রদেশে এবার দশটি আসনের মধ্যে আটটি যাবে বিজেপির অনুকূলে। সমাজবাদী পার্টি একজনকে পাঠাতে পারবে। সমাজবাদীদের সমর্তনে মায়াবতী হয়ত একজনকে পাঠাতে পারবেন।
সেই কারণেই উত্তরপ্রদেশ থেকে জয়া বচ্চনের ফের রাজ্যসভায় মনোনয়ন পাওয়া মুশকিল। সূত্রের খবর, তাঁকে এই রাজ্য থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনিও রাজি। এই রাজ্য থেকে তৃণমূল চারজনকে পাঠাতে পারবে। মুকুল রায় ও কুণাল ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের বদলে এমনিতেই দুজন নতুন কাউকে পাঠানোর সুযোগ আছে। মমতাও চাইছেন, সর্বভারতীয় পরিচিতি আছে, এমন কাউকে পাঠাতে। বচ্চন পরিবারের সঙ্গে তাঁর একটা আলাদা সুসম্পর্কও আছে।
একান্তই যদি জয়া বচ্চন উত্তর প্রদেশ থেকে মনোনয়ন না পান, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে তাঁর রাজ্যসভায় যাওয়া প্রায় পাকা। এই নিয়ে অখিলেশের সঙ্গেও নাকি একপ্রস্থ কথা হয়েছে মমতার।