Categories ভ্রমণ

ঘোরার আগে

পুজোর বাজনা বাজতে হয়ত এখনও অনেক দেরি। কিন্তু এর মধ্যেই অনেক বাঙালি ঠিক করে নিয়েছেন, কোথায় ঘুরতে যাবেন। অনেকের টিকিট কাটা, হোটেল বুকিংয়ের পর্বও শেষ।

অনেকে হয়ত এখনও আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন, কোথায় যাওয়া যায়। কেউ কেউ হয়ত ইউটিউবে গবেষণা চালাচ্ছেন। কেউ হয়ত ফেসবুকে চোখ রাখছেন। মনে মনে গন্তব্য ঠিক করছেন। পরের দিনই মনে হচ্ছে, পাহাড়ে না গিয়ে জঙ্গলে গেলেই ভাল হয়। পরদিন হয়ত ভাবছেন, অন্য কোথাও।

সবমিলিয়ে এখন বেড়ানোর আগেই একপ্রস্থ মানস ভ্রমণ হয়ে যায়। ফিরে এসে তো অনেকেই লেখেন। বেঙ্গল টাইমসে শুরু হচ্ছে নতুন বিভাগ— ঘোরার আগে। যাওয়ার আগেই একপ্রস্থ লিখে ফেলুন। কোথায় যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন, কীভাবে সন্ধান পেলেন, বুকিং করতে গিয়ে কোনও সমস্যা হল কিনা।

আবার যাঁরা ঘুরে এসেছেন, তাঁরাও অন্যদের পরামর্শ দিন। নতুন জায়গার হদিশ দিন। যাঁরা বিভ্রান্তির মধ্যে আছেন, তাঁদের বিভ্রান্তি কাটতেও পারে। আবার বাড়তেও পারে।

সবমিলিয়ে বেড়ানোর আগে খোলামেলা আড্ডার আমেজ আসুক এইসব লেখায়।

লেখা পাঠানোর ঠিকানা:‌
bengaltimes.in@gmail.com

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *