আমার জলপাইগুড়ি

তাপস বিশ্বাস

থাকি আমি জলপাইগুড়ি,শহরেই বাস।
উন্নয়ন বেশি কিছু দেখা যায়না খাস।।
শোনাযায় শহরে, হবে উড়ালপুল ।
শুনেই বুড়ো হলাম,পরে গেল সব চুল ।।
সার্কিট বেঞ্চ, সে তো 20 বাও জলে।
জানি না কতো দিনে, সুফল ফলে ।
ইদানীং দেখা যায় রাস্তাঘাটে ।
পিচের চাদর তাতে ,পরেছে বটে ।।
আর দেখি রাস্তায় ত্রিফলা বাতি ।
বেশির ভাগই জলে না এমনই দুর্গতি।।
শোনাযায় শহরে উন্নয়নের ঢল ।
কিন্ত উন্নয়ন কোথায়, বাড়ছে শুধু মল।
এম-বাজার,কোলকাতা বাজার, ভি-মার্ট।
দ্রুত নাকি বাড়বে এই মলের চার্ট ।।
আরও চলে শত শত কতো যে টোটো ।
মাঝে মধ্যেই পশ্চাৎ দেশে ,খাই যে গুতো।
টোটোকে সীমিত রাখা ,বড়ো দরকার ।
কবে যে উদ্যোগী হবে, এ ব্যাপারে সরকার ।।
কান্তেশ্বরী কালীবারি পেয়েছে উন্নয়ন।
অল্পতেই কাজ সেরেছে, শুধু দিয়েছে বচন ।।
আর আছে হাসপাতাল সুপার স্পেশালিটি ।
কাজে নয়, রুপে বড়ো , এটাই তার রীতি ।।
এমারজেন্সী তে, ডাক্তার, থাকেনা সর্বক্ষণ ।
কখন যে বিপদ হয়, ভাবি নিরন্তন ।।
ভালো কিছু উন্নয়ন, অবশ্যই হয়েছে ।
উদাহরণে রাজবাড়ির দীঘি রয়েছে ।।
দীঘির আলোকিত শোভা, বরো মনোরম ।
শহরবাসী সেথা গিয়ে ,নেয় সুস্থির দম।।
ভালোকিছু প্রয়াস শুনি ,সরকারের আছে ।
আলোর বন্যা বইবে, মসজিদ দীঘির কাছে ।।
ধর্মনিরপেক্ষতার আদলে শহরটা চাই ।
হিন্দু,মুসলিম, শীখ, ঈশাই যেন হয় ভাই ভাই।।
ভালো মন্দ যাই হোক আমারই শহর ।
আরও আরও উন্নয়নের লক্ষ্যে গুনছি প্রহর।।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.