চলে গেলেন সৌরীশ সরকার

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ এই প্রজন্ম হয়ত তাঁকে চেনে না। চেনার কথাও নয়। কিন্তু উত্তরবঙ্গের পুরানো দিনের বামপন্থীরা একডাকেই চিনতেন সৌরীশ সরকারকে। সেই প্রবীণ জননেতা আর নেই। ৮৩ বছর বয়সে চিরতরে হারিয়ে গেলেন।

জন্ম, বেড়ে ওঠা পূর্ববঙ্গের বগুড়া জেলায়। দেশভাগের পর চলে আসেন হিলি সীমান্তে। বাংলাদেশে থাকাকালীন কমিউনিস্ট পার্টিতে হাতেখড়ি। এপার বাংলায় এসে পুরোদমে ঝাঁপিয়ে পড়লেন দলের কাজে।

১৯৭১। অবিভক্ত পশ্চিম দিনাজপুরের জেলা সম্পাদক হলেন সৌরীশ সরকার। টানা দু’দশক ছিলেন এই দায়িত্বে। এই দু’দশক ছিলেন পার্টির রাজ্য কমিটিতেও। ১৯৯১ এ জেলা ভাগ হওয়ার পর জেলা সম্পাদকের দায়িত্ব থেকে অব্যহতি নেন। কিন্তু তারপরেও জড়িয়ে ছিলেন শিক্ষক ও শ্রমিকদের নানা আন্দোলনে।

স্বচ্ছ ভাবমূর্তি ও অনাড়ম্বর জীবন যাপনের জন্য দলীয় কর্মীদের কাছে ও দলের বাইরেও শ্রদ্ধা অর্জন করেছিলেন সৌরীশবাবু।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *