Categories খেলা

রনজিতে খেলে যেন ধন্য করে দিলেন

হেমন্ত রায়

একেবারে সঠিক জায়গাতেই বারবার আলো ফেলেছেন সুনীল গাভাসকার। তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে আরও বেশি করে খেলানো হোক। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা প্রায় এক দশক ধরে ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ খেলেননি। তাঁরাও তাগিদ অনুভব করেননি। আর বোর্ডও তারকাদের ঘাঁটানোর সাহস দেখায়নি। গাভাসকারের মতো কিংবদন্তি ক্রিকেটার বারবার বলে গেছেন, যত বড় তারকাই হোক, তাকে ঘরোয়া ক্রিকেটে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হোক।

অবশেষে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা আবার রনজি ট্রফির আঙিনায় ফিরে এলেন। কত রান করলেন, সেটা বড় কথা নয়। কিন্তু তাঁদের সঙ্গে খেলতে পেরে সতীর্থ ও বিপক্ষের খেলোয়াড়রা নিশ্চিতভাবেই অনেকটা উজ্জীবিত হয়েছেন। রনটি ট্রফিকে ঘিরে অন্যরকম একটা উন্মাদনার আবহও তৈরি হয়েছিল।

কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায়। মিডিয়ায় যে ধরনের কভারেজ দেখলাম, মনে হল তাঁরা যেন একটা ম্যাচ খেলে সবাইকে ধন্য করে দিয়েছেন। গাভাসকার–‌কপিলরা যেমন নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, তেমনই পরের প্রজন্মের শচীন–‌সৌরভরাও ঘরোয়া ক্রিকেটকে কখনও উপেক্ষা করেননি। জাতীয় দলের ম্যাচের ফাঁকেও চার–‌পাঁচদিন ফাঁকা সময় পেলে তাঁরা রাজ্য দলের হয়ে খেলেছেন। এখনকার খেলোয়াড়রা এতই ব্যস্ত যে, একটা ম্যাচে খেলার ফুরসত থাকে না!‌

ম্যাচের পর গাভাসকার যেমন তারকাদের রনজি খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তেমনই সতর্ক করে দিয়েছেন, এটা যেন ব্যতিক্রমী ঘটনা না হয়ে ওঠে। অর্থাৎ, তারকারা ঘরোয়া ক্রিকেটে খেলছেন, এটা যেন এবার থেকে অভ্যেসে পরিণত হয়। আশা করি, ক্রিকেটাররা সচেতন হবেন। আশা করি, বোর্ড যেন কড়া হাতেই রাশ ধরে রাখে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.