বেঙ্গল টাইমস প্রতিবেদন: বঙ্গভূষণ পেতে চলেছেন সুব্রত ভট্টাচার্য। তাঁর নাম মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। প্রাক্তন ফুটবলার সম্মতিও জানিয়ে দিয়েছেন। যে কোনওদিনই তাঁর নাম ঘোষণা হতে পারে।
মোহনবাগানে টানা ১৭ বছর খেলেছেন সুব্রত। বাংলা ও ভারতের হয়েও চুটিয়ে খেলেছেন। কোচ হিসেবেও সফল। দুবার আই লিগ দিয়েছেন মোহনবাগানকে। খেলোয়াড় হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। অর্জুন পুরস্কার পেয়েছেন। তাঁকে মোহনবাগান রত্মও দেওয়া হয়েছে। এবার পাচ্ছেন বঙ্গভূষণ।