সিনেমার আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ

মলয় সেন

বাঙালির জীবনে নাকি বারো মাসে তেরো পার্বণ। যখন এমন প্রবাদ তৈরি হয়েছিল, তখন মূলত ধর্মীয় উৎসবকেই মাথায় রাখা হয়েছিল। কিন্তু সময় এগিয়েছে। উৎসবের আঙিনাও বিস্তৃত হয়েছে। ধর্মীয় বা সামাজিক লোকাচার তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে সংস্কৃতির। আরও সমৃদ্ধ হয়েছে বাঙালি। আলো দেখিয়েছে সারা দেশকে।

যেমন, বছরের গোড়ার বইমেলার কথাই ধরা যাক। দেশে এত এত রাজ্য, এত এত শহর। আর কোনও রাজ্যে এমন আকারে বইমেলা হয়?‌ আর কোনও রাজ্যে বইমেলায় এত মানুষের সমাগম হয়?‌ আর কোনও রাজ্যে বইমেলাকে ঘিরে এই আবেগ ও উন্মাদনা দেখা যায়!‌

ঠিক তেমনই, সিনেমা। বাঙালির আরও একটি প্রিয় বিষয়। তিন দশক ধরে হয়ে আসছে চলচ্চিত্র উৎসব। নিছক কয়েকটি বাংলা ছবির প্রদর্শন নয়, শুরু থেকেই আন্তর্জাতিক তকমা নিয়ে হাজির হয়েছে এই উৎসব। বিশ্বের নানাপ্রান্তের বাছাই করা ছবি দেখানো হয়। শুধু কলকাতা বা বাংলার দর্শকরা দেখেন, এমন নয়। সারা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমী মানুষ পরম আগ্রহে তাকিয়ে থাকেন এই উৎসবের দিকে।

হাতের মুঠোয় স্মার্টফোন। দেশ বিদেশের ছবি দেখা এখন আগের তুলনায় অনেক সহজ। তারপরেও চলচ্চিত্র উৎসবের একটা আলাদা তাৎপর্য আছে। ৩৯টি দেশের ২১৫ টি ছবি নির্বাচিত হয়েছে। মনোনয়নের জন্য জমা পড়েছিল ১৮২৭টি ছবি। অর্থাৎ, এত এত ছবির ভিড়ে বাছাই হয়েছে ২১৫ ছবি। যাঁরা বাছাই করেছেন, তাঁরা চলচ্চিত্রপ্রেমীদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছেন। বিভিন্ন দেশের ছবি তো আছেই, সঙ্গে বিভিন্ন ভারতীয় ভাষার ছবিও থাকছে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি–‌সহ বিভিন্ন উপভাষার সিনেমাও থাকছে। বোঝাই যাচ্ছে, এই উৎসবের পরিসর কতটা প্রসারিত।

তবে পাশাপাশি, পা থাকছে মাটিতেই। উৎসবের শুরুই হচ্ছে উত্তম–‌সুচিত্রার ‘‌সপ্তপদী’‌ দিয়ে। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষের কথা মাথায় রেখে তাঁর প্রতি রয়েছে বিশেষ শর্দ্ধার্ঘ্য। শতবর্ষের শ্রদ্ধা থাকছে গুরু দত্ত, সলিল চৌধুরি, সন্তোষ দত্তর প্রতিও। সিনেমার গান নিয়ে থাকছে বাড়তি আকর্ষণ। আর সিনেমা নিয়ে নানা সেমিনার, আড্ডা তো থাকছেই। শুধু বোদ্ধাদের জন্য নয়, সাধারণ চলচ্চিত্রপ্রেমীদেরও সাদর আমন্ত্রণ। বেশ কিছু ক্ষেত্রে তাঁদের জন্যও উৎসবের আঙিনা উন্মুক্ত।

আপাতত কয়েকদিন রুচিশীল, সংস্কৃতিমনস্ক বাঙালি মেতে থাকুক সিনেমা নিয়ে। সে নিজের চেতনার মশালকে আরও উজ্জ্বল করুক। সেই আলো ছড়িয়ে পড়ুক সারা দেশে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *