সংহিতা বারুই
নারীর জীবনে কত কথা না বলাই থেকে যায়। কিশোরী থেকে তরুণী, সেখান থেকে যুবতী। মাঝবয়সে সংসারেও তার কতই না ভূমিকা। কখনও স্ত্রী, কখনও মা, কখনও শাশুড়ি, কখনও ঠাকুমা। এছাড়াও সে কারও ননদ, কারও জা, কারও বৌমা, তো কারও কাকিমা। এমন নানা পরিচয়ে সে নিজেকে মেলে ধরে। তার রোজকার লড়াই তো অজানাই থেকে যায়। সে প্রেমে পড়ে, তাও নিঃশব্দে। সে কষ্ট পায়, সে কষ্ট বুকের ভেতরেই চাপা থাকে। কেউ টেরও পায় না।
তার জীবনের নানা বাঁকে ‘চেনা আলো, চেনা অন্ধকার’। এমনই নানা মুহূর্ত যদি আস্ত ক্যানভাসে উঠে আসে! নারী দিবেস এমনই ‘না বলা কথা’র ছবি উঠে এল। উপহার দিলেন শ্যামাশ্রী দাস অধিকারী। আরও এক প্রতিভাময়ী চিত্রকর কৃষ্ণা শীল। তাঁর ছবিতে উঠে এল নিসর্গ চিত্র। ক্যানভাসজুড়ে নানা রঙের বৈচিত্র্য। প্রকৃতি আপন খেয়ালে নিজেকে মেলে ধরে। তাই সে এত রহস্যময়ী, তাই সে এত সুন্দরী। নিসর্গ এভাবে ক্যানভাসে ধরা দেয়! নারী দিবসে এও এক উপহার।
একেকজনের কাছে নারী দিবসের তাৎপর্য একেক রকম। কেউ গান গেয়ে, কেউ আবৃত্তি করে দিনটাকে মনে রাখে। কিন্তু রঙ–তুলি যাঁদের জীবনের অঙ্গ, তাঁদের জন্য রয়েছে ছবির মন আর আস্ত ক্যানভাস। ৭০ জন লড়াকু শিল্পীর ছবি নিয়ে আই সি সি আর–এর বেঙ্গল আর্ট গ্যালারিতে এভাবেই হয়ে গেল চিত্র প্রদর্শনী। উদ্বোধনে ছিলেন পাপিয়া অধিকারী, মঞ্জুশ্রী গাঙ্গুলি। আয়োজক স্বপন সরকার। ছিলেন তারক গোরই, দেবব্রত চক্রবর্তী, গৌতম দে, অনু কাপুর।