বেঙ্গল টাইমস প্রতিবেদন: নতুন ইনিংস শুরু করলেন মেহতাব হোসেন। প্রায় পনেরো বছর আগে, প্রতিষ্ঠা পেয়েছিলেন মোহনবাগান থেকেই। আবার সেই মোহনবাগানেই সই করলেন মেহতাব।
মাঝে দীর্ঘদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। আই এস এলেও খেলতে দেখা গেছে। এবারও ইস্টবেঙ্গল থেকেই অবসর নেবেন, এমন ঘোষণা করেছিলেন। কিন্তু কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরেও তাঁকে তুলে নিয়ে চমক দেন মুখ্যমন্ত্রীর ভাই (যিনি আপাতত মোহন বাগানের ফুটবল সচিব) বাবুন ব্যানার্জি।
এবার একসঙ্গে ২২ জনকে মোহনবাগানের জার্সি পরিয়ে সই করানো হয়। মেহতাবের দাবি, তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। মোহন বাগানে নতুন ইনিংস শুরু করলেন।