বেঙ্গল টাইমস প্রতিবেদন
এতদিন ব্যাপারটা সেভাবে প্রকাশ্যে আসেনি। এমনতি তাঁর মৃত্যুর পর অনেক স্মৃতিচারণেও বিষয়টা সামনে আসেনি। এবার তা সামনে আনলেন খোদ সৌরভ গাঙ্গুলি। তাঁকে নাকি ঋতুপর্ণ ঘোষ নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
বাংলার দুই আইকনের মধ্যে খুব নিয়মিত না হলেও একটা যোগাযোগ ছিল। দুজনের কাজ সম্পর্কে দুজনের একটা শ্রদ্ধাও ছিল। সৌরভের লড়াইকে কুর্ণিস করতেন ঋতুপর্ণ। আর ঋতুপর্ণর ছবি সম্পর্কেও একটা উচ্চ ধারনা ছিল সৌরভের। অনেক সময় দুজনের দেখা হয়েছে, কথাও হয়েছে।
হ্যাঁ, ছবি নিয়েও কথা হয়েছে। আর সেই সূত্র ধরেই সৌরভকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত এই পরিচালক। বলেছিলেন, ‘তোমাকে হিরো বানিয়ে একটা ছবি করব। তুমিই হবে আমার হিরো।’ সৌরভ অবশ্য এই প্রসঙ্গটাকে বেশিদূর এগোতে দেননি। পাল্টা হেসে তিনি জানিয়ে দেন, ‘তুমি কি পাগল হয়েছো? ওসব কথা ছাড়ো। তার চেয়ে বরং বাড়িতে ভাল কোনও রান্না হলে জানিও। একদিন গিয়ে খেয়ে আসব। সেটা বরং অনেক বেশি রোমাঞ্চকর হবে।’
না, আর কথা এগোয়নি। ঋতুপর্ণর যখন মৃত্যু হয়, সৌরভ তখন লন্ডনে। সেখানেই পৌঁছে যায় এই দুঃসংবাদ। এত লোকের এত প্রতিক্রিয়ার ভিড়ে বিদেশে থাকা সৌরভের প্রতিক্রিয়া কাগজে সেভাবে বেরোয়নি। সৌরভ নিজেও ব্যাপারটি জানাতে খুব একটা আগ্রহী ছিলেন না। দাদাগিরির একটি এপিসোডে একথা–সেকথায় বেরিয়ে এল সযত্নে আগলে রাখা এই তথ্যটা।