Categories কলকাতা

সংস্কৃতি যাপনের অন্য এক ঠিকানা

কপিশপও বলতে পারেন। আবার আর্ট গ্যালারিও বলতে পারেন। ইচ্ছে হলে, লাইব্রেরিও ভাবতে পারেন। আসলে, এক ছাদের তলায় অনেককিছু।

তেমনই এক ঠিকানা গোলপার্কের ‘ট্রাইব ক্যাফে’‌। সংস্কৃতির শহর কলকাতার নতুন ঠিকানা। হাতে দু’‌দণ্ড সময় নিয়ে আসুন। ইচ্ছেমতো গল্প করুন। চাইলে, ছোটখাটো মিটিংও সেরে ফেলতে পারেন। কফি খেতে খেতে মনে হল, কয়েকটা বই একটু নেড়েচেড়ে দেখা যাক। দেখে নিলেন। ভাল লাগলে, কিনেও নিলেন। গিটার রাখা আছে। চাইলে, টুংটাং করে বাজাতেই পারেন। কাউকে ইমপ্রেস করতে নিজের প্রতিভা মেলে ধরতেই পারেন।

এবার আসি ছবির কথায়। দেওয়ালজুড়ে নানা ছবির প্রদর্শনী। আর্ট গ্যালারিতে যাওয়া মানেই বেশ একটা গম্ভীর গম্ভীর ব্যাপার। এখানে তেমন ‘‌বোদ্ধা’‌ হওয়ার দরকার নেই। আপনি আপন মনে দেওয়ালের ছবি দেখুন। হাতের সামনে শিল্পীকেও পেয়ে যেতে পারেন। ইচ্ছে হলে, তাঁর সঙ্গে চুটিয়ে আড্ডা মারুন। কোন ছবির কী মানে, কোন ছবি কী বার্তা দিচ্ছে, শিল্পী আপনাকে বুঝিয়ে দেবেন।

যেমন, এখন চলছে শিল্পী রত্না বোসের ছবির প্রদর্শনী। থাকবে পুরো আগস্ট মাস জুড়ে। দেওয়ালজুড়ে নানা আঙ্গিকের প্যাঁচা। আপাতভাবে, এই প্রাণীটি আমাদের দৃশ্যের কিছুটা আড়ালেই থাকে। রাত জাগা সেই পাখি। মোবাইল হাতে আমাদের রাতগুলোও কি গভীর থেকে গভীরতর হয় না!‌ সে অর্থে আমরাও তো রাত জাগা পাখিই। সেদিক থেকে, একটা আত্মিক সম্পর্ক বোধ হয় থেকেই যায়। নানা আঙ্গিকে সেই প্যাঁচা ধরা দিয়েছে ক্যাফের দেওয়ালে। ইচ্ছে হলে, এমনই একটা ছবি বাড়িতে নিয়ে যেতেই পারেন। যা আপনার দেওয়ালকে আরও সুন্দর করে তুলতে পারে।

তাহলে, আর দেরি কেন?‌ কোনও এক দুপুর বা বিকেলে না হয় একবার ঢুঁ মারলেন ‘‌ট্রাইব ক্যাফে’‌তে। না হয় একটু হেঁটে বেড়ালেন সেই সংস্কৃতির উঠোনে। একটা সুন্দর বিকেল বা সন্ধে হয়ে উঠুক আপনার পরম প্রাপ্তি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.