সুমিত চক্রবর্তী
বইমেলা এলে আর দেখতে হচ্ছে না। সব পথে এসে যেন মিশে যায় বইমেলায়। ময়দানেই হোক বা মিলন মেলায়। কাতারে কাতারে মানুষের ভিড়। কজন বই কেনেন, আর কজন আলিবাবার বিরিয়ানির লাইনে দাঁড়ান, তা নিয়ে জোর তর্ক হতেই পারে।
অন্তত যাঁরা বইপ্রেমী, তাঁরা শীতের রোদ গায়ে মেখে একটু রবীন্দ্র ওকাকুরা ভবন থেকে ঘুরে আসুন। শুরু হয়ে গেছে লিটল ম্যাগাজিন মেলা। রাজ্যের নানা প্রান্ত থেকে বেরোচ্ছে অসংখ্য পত্রিকা। কত বিষয় বৈচিত্র্য। কত লড়াই, খেটেখুটে তৈরি কত লেখা। সেইসব বই একটু উল্টে পাল্টে দেখবেন না? বাণিজ্যিক বইয়ের সেই মোড়ক হয়ত নেই। প্রচারেও অনেক পিছিয়ে। কিন্তু বিষয় গভীরতায় হয়ত খুব পিছিয়ে নয়। বরং কিছুটা এগিয়েই।
যাঁরা সারা বছর সাহিত্য চর্চা করেন, বইপত্রের খোঁজ রাখেন, তাঁরা নিশ্চয় আসবেন এই মেলায়। বইপ্রেমী হলে আপনিও চলেই আসুন।