একটা বছর পেরিয়ে নতুন বছরে পা।
ফেলে আসা বছরটা ঠিক কেমন ছিল? কতটা আনন্দের? কতটা বেদনার? কতটা প্রত্যাশা পূরণ? কতটা ফাঁক থেকে গেল? নতুন বছরের কাছে কী প্রত্যাশা?
ডিসেম্বরের শেষ থেকেই এই সালতামামি শুরু হয়ে যায়। পেরিয়ে আসা বছরের নানা ঘটনায় আমরা উঁকি মারি। বেঙ্গল টাইমসের দিক থেকেও এবারের সংকলনের বিষয় ফিরে দেখা। সংক্ষিপ্ত পরিসরে সব বিভাগের বিস্তারিত আলোচনা সম্ভব নয়। শুধু কয়েকটা ঘটনায় একটু আলো ফেলার চেষ্টা।
ই ম্যাগাজিনটি পিডিএফে আপলোচ করা আছে। ডাউনলোড করলেই পড়তে পারবেন। দেওয়া হল ওয়েবলিঙ্ক। সেখানে ক্লিক করলেও খুলে যাবে। কভারের ছবিতেও ক্লিক করতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/07/PHIRE-DEKHA-BENGAL-TIMES.pdf